দারুণ জয়ে শেষ ষোলোতে নাদাল-জকোভিচ
ফ্রেঞ্চ ওপেনে ছুটে চলছেন টেনিসের দুই বড় তারকা রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। দারুণ জয়ে দুজনই উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে।
গতকাল শনিবার রোলাঁ গাঁরোয় ব্রিটেনের টেনিস খেলোয়াড় ক্যামেরন নরিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন নাদাল। তিন সেটেই সহজ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেন স্প্যানিশ তারকা। তিন সেট মিলিয়ে জয় পান ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে।
আরেক ম্যাচে লিথুনিয়ার রিকার্দাস বেরানকিসের বিপক্ষে জয় পানয় শীর্ষ বাছাই জকোভিচ। তিনিও জয় পান তিন সেটেই। রিকার্দাসকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারান জকোভিচ।
গত বছর এই প্রতিযোগিতার শিরোপা জিতে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। এবার সেই রেকর্ড ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। তবে এবারের মিশনে নাদালের বাধা হতে পারেন জকোভিচ। কারণ, সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে জকোভিচের সঙ্গে।
অন্যদিকে, নারী এককে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। ফ্রেঞ্চ ওপেনে স্বদেশি ড্যানিয়েল কলিন্সকে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে রোলাঁ গারোয় চতুর্থ রাউন্ডে উঠে গেলেন তিনি।
বিবিসির খবরে জানা গেছে, ম্যাচে দ্বিতীয় রাউন্ডে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সেরেনা। নিজের ভুলে সেই হারতে বসেছিলেন তিনি। তবে সেই ধাক্কা সামলে টানা পাঁচ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত জেতেন তিনি।
২০১৬ সালের পর থেকে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি যুক্তরাষ্ট্রের এই তারকা। আর ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ। তাই এবার সব অপেক্ষার পালা মেটাতে মুরিয়া এই টেনিস তারকা।