দারুণ সাফল্যে টুর্নামেন্ট সেরা মুশফিক
বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। করোনার মধ্যেও সবার আগে অনুশীলনে ফিরেছেন তিনি। লকডাউনেও চালিয়ে গেছেন ফিটনেস ট্রেনিং। এই কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। লম্বা বিরতির পর মাঠে নেমে সবচেয়ে সফল এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
বিসিবি প্রেসিডেন্টস কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মুশফিক। ব্যাট হাতে ফাইনালসহ পাঁচ ম্যাচ খেলে সর্বোচ্চ ২১৯ রান করেছেন তিনি। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটি আসে তাঁর ব্যাট থেকে।
যদিও টুর্নামেন্টে মুশফিকের শুরুটা ছিল হতাশার। নিজেদের প্রথম ম্যাচে এক রানে সাজঘরে ফেরেন তিনি। পরের তিন ম্যাচে দলের আস্থা ছিলেন তিনি। যাতে রান করেছেন যথাক্রমে ১০৩, ৫১, ৫১। তবে ফাইনালে জ্বলে উঠতে পারেননি তিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে ৩৭ বল মোকাবিলা করে ১২ রান করেছেন তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ইরফান শুক্কুর। ধারাবাহিক রান পাওয়া শুক্কুর পাঁচ ম্যাচে করেছেন ২১৪ রান। এর মধ্যে ছিল দুটি হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের ফাইনালে দারুণ ছিলেন শুক্কুর। শিরোপা নির্ধারণী ম্যাচে আট বাউন্ডারি ও দুই ছক্কায় ৭৫ রান করেন তিনি।
তৃতীয় রান সংগ্রাহক হয়েছেন মাহমুদউল্লাহ। পাঁচ ম্যাচে ১৬২ রান করেছেন তিনি। আফিফ হোসেন পাঁচ ম্যাচে ১৫৭ রান করে চতুর্থ হয়েছেন। তাঁর সর্বোচ্চ রান ৯৯। ১৪৬ রান নিয়ে পঞ্চম স্থানে আছেন ইমরুল কায়েস।
টুর্নামেন্টের ফাইনালে নাজমুল একাদশকে সাত উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ একাদশ। আজ রোববার ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে নাজমুল হোসেন শান্তর দল। জবাব দিতে নেমে ২৯.৪ ওভারে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ। পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সুমন খান। সেরা বোলারও হয়েছেন তিনি। সেরা ব্যাটসম্যান হয়েছেন ইরফান শুক্কুর।