দিল্লি শিবিরে করোনা : হাসপাতালে ভর্তি মুস্তাফিজের সতীর্থ
ভারতে করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে আইপিএলের ১৫তম আসর নিজেদের ঘরের মাঠেই আয়োজন করেছে বিসিসিআই। তাতেও শুনতে হয়েছে করোনার দুঃসংবাদ। আইপিএলে মুস্তাফিজুর রহমানদের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। দলটির অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এক বিবৃতিতে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়া বিদেশি ক্রিকেটার মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, 'দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির মেডিকেল এই বিভাগ মার্শের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।'
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথমে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর শোনা যায়, দলটির এক বিদেশি ক্রিকেটার ও আরেকজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দিল্লি শিবিরে মোট চার জন করোনায় আক্রান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, দলে এতজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে গতকাল সোমবার পুনেতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে দিল্লি। আগামীকাল বুধবার পাঞ্জাবের বিপক্ষে খেলতে কালই পুনাতে যাওয়ার কথা ছিল দিল্লির। তবে সেটা আর হয়নি দিল্লি শিবিরের।
করোনার প্রভাব পড়ায় সোমবার এবং মঙ্গলবার পুরো দলকে হোটেলের রুমে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। এই দুদিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে।