‘দুঃস্বপ্ন’ এড়াতে চান বাংলাদেশের ভেট্টোরি

Looks like you've blocked notifications!

ভারতে সফরকারী দলের স্পিনাররা সাফল্য খুব কমই পায়। সেখানকার উইকেট-কন্ডিশন সবমিলিয়ে স্পিনারদের জন্য বিশাল চ্যালেঞ্জ। যেমন, ইন্দোরের প্রথম টেস্ট। বল হাতে দুই দলের স্পিনারদের চোখে পড়ার মতো সাফল্য নেই। দ্বিতীয় টেস্টে স্পিনারদের জন্য যোগ হয়েছে আরেকটি চ্যালেঞ্জ- গোলাপি বল ও দিন-রাতের খেলা। সব মিলিয়ে কঠিন পরীক্ষার সামনে স্পিনাররা।

ভারতে যে স্পিনারদের থেকে বেশি কিছু পাওয়ার নেই সেটারও ইঙ্গিত দিয়ে রাখলেন ড্যানিয়েল ভেট্টোরি, ‘এটা (ভারত সফর) আমার জন্য দুঃস্বপ্ন। সফরকারী স্পিনারদের ওপর ভারত সবসময়ই দাপট দেখিয়েছে। গত তিন-চার বছরেও, প্রতিপক্ষ স্পিনারদের তারা প্রচণ্ড চাপে ফেলেছে। এখানকার উইকেটের ধরন ও ভারতীয় ব্যাটসম্যানদের স্কিল সব দিক দিয়ে বাইরের স্পিনারদের জন্য কাজটা কঠিন।’

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষটি দিয়ে আগামী ২২ নভেম্বর দিন-রাত্রির টেস্টে পা রাখবে বাংলাদেশ।  ম্যাচটির আগে আজ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সংবাদ মাধ্যমে স্পিনারদের দায়িত্ব সম্পর্কে জানিয়ে দিলেন সাবেক এই নিউজিল্যান্ড তারকা।

ভেট্টোরি বলেন, ‘আগের টেস্টে আমরা দেখেছি, মায়াঙ্ক-রাহানে মিলে কীভাবে আমাদের স্পিনারদের চাপে রেখেছে। ইন্দোরে ভালো উইকেটে স্পিনারদের করার খুব বেশি কিছু ছিল না। এখানেও অনেকটা একইরকম হবে। তবে গোলাপি বলের টেস্টে স্পিনাররা বড় দায়িত্ব পালন করতে পারে। তবে সেই ভূমিকা এখানে কিছুটা অন্যরকম হবে। সূর্যাস্ত এখানে (ভারতে) দ্রুত হয়ে যায়। বাড়তি একজন পেসারের সঙ্গে স্পিনারদের মূল কাজ হবে এখানে রান আটকে রাখা।’ তিনি আরো বলেন, ‘নিজ দেশে স্পিনাররা যেভাবে ভালো বোলিং করে সেটা ভারতে সফরে ভাবলে চলবে না। প্রথম ইনিংসে ৬০ রানে বা ৭০ রানে দুই উইকেট, এরকম কিছু করার পরিকল্পনা করতে হবে। এরপর দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে (উইকেট থেকে সহায়তা মেলে কি না)।’