দুস্থদের পাশে আছেন সাকিব, আবার বড় অঙ্কের অর্থ সহায়তা

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে আছেন সাকিব আল হাসান। দূর দেশে থেকেও ভুলে যাননি নিজের জন্মভূমিকে। হাজার হাজার কিলোমিটার দূরে বসেও করোনা মোকাবিলায় দেশের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

 

সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা করছেন সাকিব। শুরুতে ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর দিয়েছেন করোনা টেস্টের  ২০ লাখ টাকার কিট। এবার সুবিধাবঞ্চিতদের মুখে খাবার তুলে দিতে আরো ২০ লাখ টাকা দিচ্ছেন দেশসেরা ক্রিকেটার।

গতকাল বুধবার রাতে এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এ খবর জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন, মিশন সেভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।’

সাকিব আরো লিখেছেন, ‘আপনার ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী বিশ্বাসযোগ্য সংস্থাগুলির মাধ্যমে বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত, যা উপকারে আসতে পারে সেসব সুবিধাবঞ্চিত মানুষের।'

এর আগে প্রতিটি মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করে সাকিব বলেছিলেন, ‘আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করব নিজেদের জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ান। আমাদের সাহায্যই পারে এই সুবিধাবঞ্চিত মানুষদের, তাদের স্বাভাবিক জীবন ধরে রাখতে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের সবার একাত্মতা, আমরা যদি একটা দল হিসেবে কাজ করতে পারি- তাহলেই কেবল এই দুর্যোগ থেকে মুক্তি পেতে পারব। সবাইকে আমার অনুরোধটি ভেবে দেখার জন্য অনুরোধ করছি।'