দোহা-রিয়াদে বসছে এশিয়ান গেমস

Looks like you've blocked notifications!
২০৩০ সালে কাতার ও ২০৩৪ সালে সৌদি আরব এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে। ছবি : সংগৃহীত

২০৩০ সালে এশিয়ান গেমস আয়োজন করতে যাচ্ছে কাতার। দেশটির রাজধানী দোহায় বসছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

আলজাজিরার খবরে জানা গেছে, ২০৩৪ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। ওসিএর কার্যনির্বাহী বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ওসিএর সভাপতি শেখ আহমাদ আল-ফাহাদ আল-সাবাহ আয়োজকদের নাম ঘোষণা করেন। করোনাভাইরাসের কারণে সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয়। সদস্যরা ভোট দিয়েছেন অনলাইনে।

তবে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে ফলাফল ঘোষণা করতে কিছুটা দেরি হয়। অবশ্য ওসিএর সভাপতি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্যের দুটি দেশ আয়োজক হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ আহমাদ।

২০০৬ সালে দোহায় এশিয়ান গেমস আয়োজন হলেও সৌদি আরব কখনই এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের আয়োজক হওয়ার সুযোগ পায়নি।

কাতার অলিম্পিক কমিটির প্রধান জোয়া বিন হামাদ বিন খলিফা আল-থানি ভোটের আগে বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য খুবই সাধারণ। আমরা ভবিষ্যতে অলিম্পিকের মঞ্চে আরো বেশি এশিয়ান অ্যাথলেট দেখতে চাই। শুধু আমাদের নয়, এশিয়ার অন্য দেশগুলোকেও আমাদের জাতীয় ক্রীড়া ইতিহাসের অংশ হিসেবে দেখতে চাই। আর এজন্য সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।’

এদিকে ২০৩২ সালে অলিম্পিক গেমস আয়োজনের বিডিং প্রক্রিয়ায়ও কাতার অংশ নিচ্ছে। ২০৩০ এশিয়ান গেমসের জন্য এরই মধ্যে ৯০ শতাংশ অবকাঠামো প্রস্তুত আছে বলে দোহা তাদের বিডে দাবি করে।