দ্বিপক্ষীয় সিরিজে অন্য উচ্চতায় রিজওয়ান

ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ রিজওয়ান। এশিয়া কাপ থেকে শুরু করে দ্বিপক্ষীয় সিরিজ—সব মঞ্চেই চলছে রিজওয়ান শো। এর মধ্যে দ্বিপক্ষীয় সিরিজে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন এই পাকিস্তানি ওপেনার।
ইংল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে চলছে পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজেও ধারাবাহিকভাবে রান করছেন রিজওয়ান। ইংলিশদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির চারটিতেই হাফসেঞ্চুরি করেছেন রিজওয়ান।
গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানে জিতেছে পাকিস্তান। এই ম্যাচেও ৬৩ রানের চমৎকার ইনিংস উপহার দেন রিজওয়ান। আর এই ইনিংস খেলার পথেই নতুন আরেকটি রেকর্ড করেন তিনি।
দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিজওয়ান। ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচে রিজওয়ানের মোট রান ৩১৫। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে তিনশর বেশি রান করলেন পাকিস্তানি ওপেনার।
এতদিন দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবার। বুলগেরিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের চার ইনিংসে ২৮৪ রান করেন তিনি।
লেসলির আগে তার আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের দখলে। তিনি দ্বিপক্ষীয় সিরিজের ৫ ইনিংসে করেছিলেন ২৫৫ রান। এবার সবাইকে টপকে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন পাকিস্তানি ওপেনার রিজওয়ান।