দ্রুতই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হবে, বললেন ইমরান খান 

Looks like you've blocked notifications!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। ছবি : সংগৃহীত

সম্প্রতি  নিউজিল্যান্ড  ও ইংল্যান্ড  ক্রিকেট দল  পাকিস্তান সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছেন পিসিবির কর্মকর্তারা। এই হতাশাকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিও টিভির খবরে জানা গেছে, সম্প্রতি নিজ বাসভবনে ক্রিকেটারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে অধিনায়ক ছিলেন ইমরান খান। তিনি বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্প্রতি আমাদের হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দল বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সবাইকে পারফরর্ম করতে হবে। নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলেও, খুব দ্রুতই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হবে বলে জানান ইমরান। তিনি বলেন, ‘পাকিস্তান খুবই সুরক্ষিত দেশ। খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে।’

ইমরানের মতো একই সুরে কথা বলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বিশ্বকাপের মঞ্চে সাফল্যকে সঙ্গী করতে বাবরদের উদ্দেশ্যে বার্তা দেন রমিজ।

আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে পাকিস্তান।