‘দ্রুত গতির বোলার রাখতে বাধ্য করা হয়নি’

Looks like you've blocked notifications!

বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়ানোর আগে কিছু নিয়মের কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দুটি বিষয়কে বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল, একটি হলো প্রতিটি দলে ১৪০ কিলোমিটার গতির বোলার রাখা, অন্যটি একজন করে লেগস্পিনার নেওয়া।

কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই রংপুর রেঞ্জার্সের পরিচালক এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন, দুটি নিয়মের কোনোটিই বাধ্যতামূলক নয়। তবে টিম-কম্বিনেশনে সম্ভব হলে লেগস্পিনার খেলাতে হবে।

টুর্নামেন্টের চারদিন না যেতে আজ বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসানও বললেন একই কথা। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এই দুটি বিষয়ে বেশ জোর দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিষয়টি নিয়ে আজ শনিবার সাংবাদিকদের রকিবুল হাসান বলেন, ‘বলা হয়েছে ১৪০ কিলোমিটার গতির একজন পেসার বা একজন লেগ স্পিনার রাখার জন্য। এটা বাধ্যতামূলক নয়। আমরা এটিকে গাইডলাইন হিসেবে দেখছি। এটা একটা গাইড লাইন দিয়েছি আমরা।’

তিনি আরো যোগ করেন, ‘আমরাও চাই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন পেসারদের বিপক্ষে বাউন্সি উইকেটে খেলতে পারে। লেগ স্পিনারদের বিপক্ষেও ধাতস্ত হতে পারে। তারপরও ভালো লেগেছে। কয়েকটি দলকে দেখেছি লেগ স্পিনার খেলাচ্ছে। পেস বোলারদের মধ্যে রিয়াজ আছে, মোহাম্মদ আমির আছে। তাঁরা জোরেই বল করছে এবং উইকেটও পাচ্ছে।’

এছাড়া বঙ্গবন্ধু বিপিএল নতুন মাত্রা যুক্ত করতে যাচ্ছে বিসিবি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কাউন্ট ডাউন দেখানোর ব্যবস্থা করছে বিসিবি।

এ ব্যাপারে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বলেন, ‘এবার ৩৪-৩৫টি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আমাদের ডিআরএস আছে এবার। এটা যেন জায়ান্ট স্ক্রিনে আমরা আনতে পারি, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’