ধোনিকে জাভেদ মিয়াঁদাদের পরামর্শ

Looks like you've blocked notifications!
মহেন্দ্র সিং ধোনিকে পরামর্শ দিয়েছেন জাভেদ মিয়াঁদাদ। ছবি : সংগৃহীত

চলামন আইপিএলে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। তাই ব্যাপক সমালোচনা হচ্ছে এই তারকা ক্রিকেটারকে নিয়ে। এই তালিকায় যোগ হলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তাঁকে ফিট মনে করছেন না পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান।  

সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘এবারের আইপিএলে ধোনির ব্যাটিং দেখছি। আমার মতে, তার টাইমিং ও রিফ্লেক্সে সমস্যা আছে। যখন কোনো ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট থাকে না, তখনই তার এই সমস্যা দেখা দেয়। ধোনির ব্যাটিংয়ে তেমনই সমস্যা দেখা যায়। ধোনিকে আমার ফিট মনে হয় না।’

দীর্ঘদিন পর খেলার কারণেই ধোনির সমস্যা ফুটে উঠেছে বলে মনে করেন মিয়াঁদাদ, ‘গত বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে সর্বশেষ খেলেছিল ধোনি। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেনি। দীর্ঘ বিরতির পর আইপিএলে খেলতে নেমেছেন ধোনি। আমার মতে, এটাই এখন তার বড় সমস্যা। তাকে ফিট হতে আরো পরিশ্রম করতে হবে, সময়ও লাগবে।’

ফিট হতে ধোনিকে পরামর্শও দিয়ে মিয়াঁদাদ বলেন, ‘আমি মস্তিষ্ক দিয়ে ক্রিকেট খেলতাম। এতে বয়স কোনো সমস্যা নয়। হয়তো পুরোপুরিভাবে সেরাটা দেওয়া যাবে না। তবুও দলের প্রয়োজনে ভালো কিছু করা সম্ভব হবে। আমার পরামর্শ হলো, অনুশীলনে ধোনির আরো সময় বাড়ানো উচিত। নেটে যদি এক ঘণ্টা ব্যাট করে, তবে সেটাকে দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়া উচিত। তবেই ধোনি দলের প্রয়োজন মেটাতে পারবেন।’

এবারের আইপিএলে নয় ম্যাচে ১৩৬ রান করেছেন ধোনি। সর্বোচ্চ রানের ইনিংস ৪৭।