ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন কোহলি

Looks like you've blocked notifications!
মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস করতে নেমেই মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ভারতকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, ধোনি ৬০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে কোহলির এটি ৬০তম ম্যাচ। যদিও অধিনায়ক হিসেবে ভারতকে সবচেয়ে বেশি টেস্টে জয় এনে দেওয়ার ক্ষেত্রে কোহলি আগেই টপকে গেছেন ধোনিকে।

আহমেদাবাদে গত টেস্টে ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড ধোনির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কোহলি। ধোনি ঘরের মাঠে ২১টি টেস্ট জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। গত ডে-নাইট টেস্টে ভারতের জয়ের পর কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দেশের মাটিতে মোট ২২টি টেস্টে জয় তুলে নেয়।

কোহলির নেতৃত্বে এর আগে ভারত ৫৯টি টেস্টের মধ্যে সর্বাধিক ৩৫টি ম্যাচে জিতেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বে ৬০টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৭টি ম্যাচ। পরিসংখ্যানের নিরিখে ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক কোহলি।