ধোনির হাতে অধিনায়কত্ব ফিরিয়ে দিলেন জাদেজা
আইপিএল শুরুর আগে রবিন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আশানুরূপ সাফল্য এনে দিতে পারছেন না বলে দলটির অধিনায়কের দায়িত্ব ছাড়লেন জাদেজা।
আজ শনিবার চেন্নাই সুপার কিংস ঘোষণা দিয়েছে, রবীন্দ্র জাদেজা আইপিএলে মহেন্দ্র সিং ধোনির হাতে অধিনায়কের দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন। ধোনি ২০০৮ সাল থেকে দলটির নেতৃত্ব দিয়েছিলেন। চলমান মৌসুমের আগে জাদেজাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, জাদেজা ধোনিকে আবার দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন। ধোনি দলের স্বার্থে আবার অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
ক্রিকবাজের খবরে জানা গেছে, জাদেজার অধীনে চলমান মৌসুমে চেন্নাই খুব একটা সাফল্য পাচ্ছে না। এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে দলটি। প্লে-অফে উঠা কঠিন তাঁদের জন্য। জাদেজাও ফর্মের জন্য লড়াই করছেন। ২২.৪০ গড়ে মাত্র ১১২ রান করেছেন। আট ম্যাচে মাত্র ৫ উইকেট পেয়েছেন। প্রতি ওভারে ৮.১৯ রান দিয়েছেন।