নতুন ভূমিকায় উমর গুল
গত অক্টোবরে সবধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। দ্রুতই নতুন দায়িত্ব শুরু করতে যাচ্ছেন তিনি। বোলিং কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই পেসার।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে এক সময়ের সতীর্থ আব্দুল রাজ্জাকের স্থলাভিষিক্ত হচ্ছেন গুল। আগের চার মৌসুমে গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন রাজ্জাক।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রধান কোচ রাজ্জাক। একই সঙ্গে জাতীয় নির্বাচক কমিটির সদস্যও তিনি। তাই পিএসএলে রাজ্জাককে দলের সঙ্গে রাখছে না গ্ল্যাডিয়েটর্স।
গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুই মৌসুম খেলেছেন গুল। তাঁকে কোচ হিসেবে পেয়ে বেশ খুশি দলটির মালিক নাদিম ওমর। তিনি বলেন, ‘অভিজ্ঞতা নিয়ে আমাদের দলে যোগ দিচ্ছেন গুল। তরুণ ক্রিকেটাররা গুলের অভিজ্ঞতায় উপকৃত হবেন। রাজ্জাকের পরিবর্তে এর চেয়ে ভালো কাউকে আমরা পেতে পারতাম না।’
গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান। গত অক্টোবরে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচ দিয়ে ক্রিকেট থেকে অবসর নেন গুল।
পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট খেলে ১৬৩ উইকেট নেন তিনি। আর ১৩০টি ওয়ানডে খেলে ১৭৯ এবং ৬০ টি-টোয়েন্টি খেলে ৮৫ উইকেট পান তিনি।
২০০৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে বড় অবদান ছিল গুলের। আর ২০০৭ সালের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।