নাগপুরে ইতিহাস গড়তে পারবে কি বাংলাদেশ?

Looks like you've blocked notifications!

আগামীকাল রোববার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি এখন ১-১-এ সমতায়। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তবে ম্যাচটি জিতলে পারলে ইতিহাস গড়বে লাল-সবুজের দল।

ভারতীয় ওপেনার রোহিত শর্মার কাছে বাংলাদেশ যেন প্রিয় প্রতিপক্ষ। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, বর্তমান সময়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। ৫০.৭২ গড়ে ৩ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১১১৬ করেছেন তিনি। গত ম্যাচে এক রোহিতের কাছেই যেন হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে সবার আগে রোহিতকে আটকানোর পথ খুঁজতে হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে আগে রোহিতকে ফিরিয়েই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। 

অবশ্য নাগপুরের উইকেট স্পিনারদের জন্য ভালো সুযোগ। আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো, ‘আমাদের স্পিনারদের জন্য ভালো সুযোগ। তা ছাড়া আমাদের দলে বেশ কয়েকজন স্পিনার আছে, যাদের দিয়ে পুরো ২০ ওভারই করানো সম্ভব। আশা করি এতে সাফল্যও পাওয়া সম্ভব।’

দায়িত্ব নিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও। প্রথম ম্যাচে অপরাজিত ৬০ রান খেলে বাংলাদেশকে টেনেছেন মুশফিকুর রহিম। বাকিরাও মোটামুটি সঙ্গ দিয়েছেন। তাতে সাফল্য পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে লম্বা ইনিংস খেলতে পারেননি কেউই। তাই ফলও পক্ষে আসেনি।

রাজকোটে ১৫৩ রান তুলতে ৩৮টি ডট বল খেলেছে বাংলাদেশ। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে হতাশার কথা বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টিতে ৪০টির বেশি ডট বল খেললে জেতার সম্ভাবনা কমে যায়। আমরা ৩৮টি ডট বল খেলেছিলাম। হয়তো এটা তেমন কিছু না, কিন্তু উন্নতি করার সুযোগ আছে।’