নাদালকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মেদভেদেভ

Looks like you've blocked notifications!
রাফায়েল নাদাল ও ডানিল মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রাফায়েল নাদালকে পিছনে ফেলে আবার এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভ। এই প্রথম র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৩০ জনের মধ্যে কোনো মার্কিন খেলোয়াড় নেই।

এটিপি ট্যুরের খবরে জানা গেছে, সম্প্রতি মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে আলেকজান্ডার জেভরেভের কাছে হেরে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ তারকা নাদাল। পরবর্তীতে জার্মান তারকা জেভরেভই চ্যাম্পিয়ন হন। তিন বছরে প্রথম মাস্টার্স শিরোপা জয় করা জেভরেভ র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানটি ধরে রেখেছেন। নাদালের সাম্প্রতিক ফর্ম আসন্ন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের পথকে প্রশ্নের মুখে ফেলেছে। এবারের রোলাঁ গারোতে শিরোপা জিততে পারলে তিনি রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্রান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারবেন।

১৯৭৩ সালে এটিপি র‌্যাঙ্কিং প্রবর্তিত হওয়ার পর এই প্রথম শীর্ষ ৩০-এ কোনো মার্কিন খেলোয়াড় নেই। এবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ টেইলর ফ্রিটজ ৩১তম স্থান নিশ্চিত করেছেন।

মাদ্রিদ ওপেনে রানারআপ ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি এক ধাপ উপরে উঠে নবম স্থান নিশ্চিত করেছেন।

এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‌্যাঙ্কিং :

১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১১৪৬৩ রেটিং পয়েন্ট

২. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ৯৭৮০

৩. রাফায়েল নাদাল (স্পেন) ৯৬৩০

৪. ডমিনিক থিয়েম (অস্ট্রিয়া) ৯৬৩৫

৫. স্টিফানোস টিসিটসিপাস (গ্রীস) ৭৬১০

৬. আলেকজান্ডার জেভরেভ (জার্মানি) ৬৯৪৫

৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৬০০০

৮. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৫৭৮৫

৯. মাত্তেও বেরেত্তিনি (ইতালি) ৪০৪৮

১০. দিয়েগো শুয়ার্টজম্যান (আর্জেন্টিনা) ৩৭৬৫