নারী দলের জয়ে সাকিব-তামিমদের আনন্দ
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সোমবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। মজার ব্যাপার হলো, এই জয়ের মাধ্যমেই ২৩ বছর আগের স্মৃতি মনে করালেন বাংলাদেশের মেয়েরা।
২৩ বছর আগে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম কোনো টেস্ট দলের বিপক্ষে জয়ের কীর্তি গড়তে পেরেছিল বাংলাদেশ পুরুষ দল। এবার মেয়েরাও পাকিস্তানকে হারিয়ে পেল বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দ। নারী দলের উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে পুরুষ দলকেও। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাকালেই দেখা যায় সে চিত্র।
মেয়েদের জয় আর পুরোনো স্মৃতি স্মরণ করে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘আমাদের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানকে হারিয়ে (জয়ের হিসাবে সেটি ছিল দ্বিতীয়, তবে টেস্ট খেলুড়ে দলকে প্রথম বার হারানোর কীর্তি)। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জয়যাত্রা শুরু হলো পাকিস্তানকে হারিয়ে। কী দারুণ মিল! নারী বিশ্বকাপে ব্যাটারদের পরে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল। সত্যিই অসাধারণ এক ম্যাচ জিতে গেল বাংলাদেশ।’
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া সাকিব আল হাসান লিখেছেন, ‘প্রথম বারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এ জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’
অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের বিপক্ষে প্রথম জয়ের জন্য আমাদের নারী টাইগার দলকে অভিনন্দন জানাই। প্রথম জয় সবসময়ই বিশেষ কিছু। অসাধারণ ম্যাচ ছিল। আমাদের দলের জন্য গর্ববোধ করছি।’
তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম দল পেয়েছে বাংলাদেশ নারী দল। সবাইকে অভিনন্দন।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী টাইগ্রেসদের জন্য থাকল অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে, পাকিস্তানকে পেয়ে ঠিকই জ্বলে উঠল লাল-সবুজের দল। তুলে নিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।
হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক দলীয় রান। এ রানের জবাব দিতে নেমে ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও ২২৫ রানে থামে পাকিস্তান।