নারী বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি দেখে নিন

Looks like you've blocked notifications!

আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসরের প্রথম দিন স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। টানা চতুর্থবারের মতো এই ফরম্যাটের বৈশ্বিক আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের নারীরা। 

অধিনায়ক সালমা খাতুনের নেতৃত্বে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে প্রতিবেশী ভারতের মুখোমুখি হবেন লাল-সবুজের মেয়েরা। পার্থে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে মেয়েদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমা খাতুনের দল। মেলবোর্নে ২৯ ফেব্রুয়ারি সালমা-জাহানারাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ২ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।

বাংলাদেশের অংশ নেওয়া চার বিশ্বকাপের চারটিতেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সালমা খাতুন।

বিশ্বকাপ সামনে রেখে বেশ আগেভাগেই দেশ ছেড়েছিল বাংলাদেশ। নিজেদের পুরোপুরি তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে গোল্ডকোস্টে ১০ দিনের ক্যাম্প করেছেন নারীরা। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ব্রিজবেনে আইসিসির আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজনও রেখেছে আইসিসি। প্রথম প্রস্তুতি ম্যাচে গত রোববার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাননি বাংলাদেশের মেয়েরা। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে ভুল করেনি বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে চারটি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন জাহানারা আলম।

ব্রিজবেনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে সর্বাধিক ৪৩ রান করেন মুর্শিদা খাতুন। ৩৮ বলে তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। ২১ রান করেন ফারজানা হক। তবে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি বাকিরা। বিশ্বকাপের মূল মঞ্চে যাওয়ার আগে জয়টা আত্মবিশ্বাসী করলেও ব্যাটিং নিয়ে বাড়তি চিন্তা করতে হবে লাল-সবুজদের।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৬ গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে শুধু ভালো করেন জাবেরা খাতুন। ৩৪ বলে ৪১ রান করেন তিনি।

বল হাতে ২২ রান দিয়ে চার উইকেট নেন জাহানারা। ১১ রানে তিনটি উইকেট নেন খাদিজাতুল কুবরা। দুটি উইকেট নেন অধিনায়ক সালমা খাতুন।

নারী বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি :

তারিখ                 প্রতিপক্ষ         ভেন্যু             সময় (বাংলাদেশ)

২৪ ফেব্রুয়ারি        ভারত            পার্থ              বিকেল ৫টা

২৭ ফেব্রুয়ারি      অস্ট্রেলিয়া       ক্যানবেরা           দুপুর ২টা

২৯ ফেব্রুয়ারি     নিউজিল্যান্ড      মেলবোর্ন           সকাল ৬টা

২ মার্চ                 শ্রীলঙ্কা         মেলবোর্ন           সকাল ৬টা