নিউজিল্যান্ডে চতুর্থ পরীক্ষায়ও উত্তীর্ণ তামিম-মুশফিকরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফের চতুর্থবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বাংলাদেশ দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফদের নিউজিল্যান্ডে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আগামীকাল বুধবার বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ হচ্ছে।  কাল সন্ধ্যায় কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, ‘দলের সব সদস্য ও সাপোর্টিং স্টাফদের রিপোর্ট নেগেটিভ এসেছে। কোয়ারেন্টিনে আমাদের সহযোগিতা করার জন্য  নিউজিল্যান্ড ম্যানেজমেন্টকে ধন্যবাদ।’

লিঙ্কনে আজই শেষবার গ্রুপ অনুশীলন করবে দল। কুইন্সটাউনে বাংলাদেশ  দল পাঁচ দিনের ক্যাম্প করবে। ১৬ মার্চ ডানেডিনে রওনা দেবে তারা।

আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ২৩ ও ২৬ মার্চ বাকি দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। পরে ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।