নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে পাকিস্তানি পেসার

Looks like you've blocked notifications!
পাকিস্তানি পেসার নাসিম শাহ। ছবি : সংগৃহীত

পাকিস্তানি পেসার নাসিম শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাকি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘ইংল্যান্ড সিরিজে নাসিম শাহর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে।’

২ অক্টোবর ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তান পরদিন নিউজিল্যান্ডে যাবে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে। এই সিরিজে বাংলাদেশও খেলবে।

সিরিজটি হবে ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। পরে তারা অস্ট্রেলিয়া চলে যাবে বিশ্বকাপে খেলতে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

পিসিবি আশা করছে নাসিম দ্রুত সেরে উঠবেন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে শাহীন শাহ আফ্রিদির জায়গায় খেলে বেশ প্রশংসা পান তিনি।