নির্বাচক আব্দুর রাজ্জাক এবার কোচিংয়েও
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক। আগামী ১৪ মে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের আসন্ন ক্যাম্পের স্পিন পরামর্শক হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক এই স্পিনার।
অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছরের ২৭ জুন জাতীয় নির্বাচক কমিটতে যোগ দিয়েছিলেন।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে রাজ্জাক বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা অনুযায়ী সবকিছু হলে আমি এইচপি ক্যাম্পে যোগ দেব। এটা নয় যে, আমি এই মুহূর্তে কোচিংয়ে মনোযোগ দিচ্ছি। আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আমি তরুণ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছি। যদি তারা এতে উপকৃত হয়, এটি আমার জন্য ভালোলাগার হবে। আমি মনে করি এটি আমার জন্যও দারুণ অভিজ্ঞতা হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় ক্রিকবাজকে জানিয়েছেন, তারা রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ তারা এই মুহূর্তে কোনো বিদেশি স্পিন পরামর্শক পাচ্ছেন না।
এ ব্যাপারে নাঈমুর রহমান বলেন, ‘হাই পারফরম্যান্স ইউনিটের জন্য আমরা এখনও ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই আমরা রাজ্জাককে এইচপি ক্যাম্পে নিতে চাই। কারণ আমরা চাই ছেলেদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে সে। আমি নিশ্চিত সে ভালো কিছু করতে পারবে। ছেলেরাও উপকৃত হবে।’
এদিকে বিসিবি জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকেও এইচপি ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা নিয়েছে। এইচপি ইউনিটের প্রধান কোচ টবি র্যাডফোর্ড ১ জুন ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। তিনি ব্যাটসম্যানদের এবং চম্পাকা রামানায়কে পেস বোলিং ইউনিটের কোচিং করাবেন।