নেইমারের জোড়া গোলে ব্রাজিলের দারুণ জয়

Looks like you've blocked notifications!
ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার লড়াই। ছবি : সংগৃহীত

গতকাল বুধবার রাতে ইতালির বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিরা জিতেছে ৩-০ গোলে। কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রাজিলও দারুণ জয় পেয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ৫-১ গোলে।

আজ বৃহস্পতিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে ব্রাজিল পুরো আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে। জোড়া গোল করেন নেইমার। একটি করে গোল করেন রিশার্লিসন, ফিলিপে কুতিনিহো ও গাব্রিয়েল জেসুস।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রেডের পাসে বল পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি ফরোয়ার্ড রিশার্লিসন।

অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যে গোলটি শোধ করে দক্ষিণ কোরিয়া। ৩১ মিনিটে গোলটি করেন হাং উই জু।

১১ মিনিটের ব্যবধানে আবার এগিয়ে যায় ব্রাজিল। গোলটি করেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

৫৭ মিনিটে পেনাল্টি থেকে নেইমার দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান।

নেইমারের জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে  কুতিনহো গোল করতে বেশিক্ষণ দেরি করেননি। ৮০ মিনিটে চমৎকার শটে বল জালে জড়ান তিনি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ব্রুনোর ক্রসে বল পেয়ে বাঁ পায়ের শটে দক্ষিণ কোরিয়ার জালে পঞ্চমবারের মতো বল জড়ান জেসুস।