নেইমার থেকে রোনালদো : এক নজরে সবচেয়ে বড় দলবদল

Looks like you've blocked notifications!
ফুটবলে যত বড় ট্রান্সফার। ফাইল ছবি

শতাব্দীর শুরুর দিকে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটে সব হিসেব পাল্টে দিয়েছিল। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে ক্লাবটি বিশ্বসেরা তারকাদের নিজেদের দলে সই করিয়েছিল।

২০০০ সালে লুইস ফিগোকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে তৎকালীন বিশ্ব-রেকর্ড ট্রান্সফার ফিতে ৬০ মিলিয়ন ইউরোতে এবং পরবর্তী মৌসুমে জিনেদিন জিদানকে জুভেন্টাস থেকে ৭৩.৫ মিলিয়ন ইউরোতে দলে নেয়। এটি আট বছর ধরে রেকর্ড ছিল। এরপর ক্রিস্টিয়ানো রোনালদোকে  ২০০৯ সালে ৯৪ মিলিয়ন ইউরেতে দল নেয় তারা।

গোল ডটকম এমন কিছু রেকর্ড তুলে ধরেছে পাঠকদের জন্য। তা এক নজরে তুলে ধরা হলো :

২০০০ সাল

খেলোয়াড়: লুইস ফিগো

ট্রান্সফার ফি : ৬০ মিলিয়ন ইউরো

ক্লাব : বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ

২০০১

খেলোয়াড় : জিনেদিন জিদান

ট্রান্সফার ফি : ৭৩.৫ মিলিয়ন ইউরো

ক্লাব: জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদ

২০০২

খেলোয়াড় : রিও ফার্দিনান্দ

ট্রান্সফার ফি : ৪৩ মিলিয়ন ইউরো

ক্লাব: লিডস ইউনাইটেড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০০৩

খেলোয়াড় : ডেভিড বেকহ্যাম

ট্রান্সফার ফি : ৩৭.৫ মিলিয়ন ইউরো

ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ

২০০৪

খেলোয়াড় : দিদিয়ের দ্রগবা

ট্রান্সফার ফি : ৩৮.৫ মিলিয়ন ইউরো

ক্লাব: মার্সেই থেকে চেলসি

২০০৫

খেলোয়াড় : মাইকেল এসিয়েন

ট্রান্সফার ফি : ৩৮ মিলিয়ন ইউরো

ক্লাব: লিয়ন থেকে চেলসি

২০০৬

খেলোয়াড় : আন্দ্রি শেভচেঙ্কো

ট্রান্সফার ফি : ৭৩.৫ মিলিয়ন ইউরো

ক্লাব : এসি মিলান থেকে চেলসি

২০০৭

খেলোয়াড় : ফার্নান্দো টরেস

ট্রান্সফার ফি : ৩৮ মিলিয়ন ইউরো

ক্লাব : অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে লিভারপুল

২০০৮

খেলোয়াড়: রবিনহো

ট্রান্সফার ফি : ৩৪ মিলিয়ন ইউরো

ক্লাব: রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটি

২০০৯

খেলোয়াড় : ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রান্সফার ফি : ৯৪ মিলিয়ন ইউরো

ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ

২০১০

খেলোয়াড় : ফার্নান্দো টরেস

ট্রান্সফার ফি : ৫৯ মিলিয়ন ইউরো

ক্লাব : লিভারপুল থেকে চেলসি

২০১১

খেলোয়াড় : জাভিয়ের পাস্তোর

ট্রান্সফার ফি : ৪২ মিলিয়ন ইউরো

ক্লাব: পালেরমো থেকে পিএসজি

২০১২

খেলোয়াড় : থিয়াগো সিলভা

ট্রান্সফার ফি : ৪২ মিলিয়ন ইউরো

ক্লাব : এসি মিলান থেকে পিএসজি

২০১৩

খেলোয়াড় : গ্যারেথ বেল

ট্রান্সফার ফি : ১০১ মিলিয়ন ইউরো

ক্লাব : টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদ

২০১৪

খেলোয়াড় : লুইস সুয়ারেজ

ট্রান্সফার ফি : ৮২ মিলিয়ন ইউরো

ক্লাব : লিভারপুল থেকে বার্সেলোনা

২০১৫

খেলোয়াড় : কেভিন ডি ব্রুইন

ট্রান্সফার ফি : ৭৩.৫ মিলিয়ন ইউরো

ক্লাব : উলফসবার্গ থেকে ম্যানচেস্টার সিটি

২০১৬

খেলোয়াড় : পল পগবা

ট্রান্সফার ফি : ১০৫ মিলিয়ন ইউরো

ক্লাব : জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেড

২০১৭

খেলোয়াড় : নেইমার

ট্রান্সফার ফি : ২২২ মিলিয়ন ইউরো

ক্লাব : বার্সেলোনা থেকে পিএসজি

২০১৮

খেলোয়াড় : কাইলিয়ান এমবাপ্পে

ট্রান্সফার ফি : ১৮০ মিলিয়ন ইউরো

ক্লাব : এএস মোনাকো থেকে পিএসজি

২০১৯

খেলোয়াড় : জোয়াও ফেলিক্স

ট্রান্সফার ফি : ১২৬ মিলিয়ন ইউরো

জড়িত ক্লাব : বেনফিকা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ

২০২০

খেলোয়াড় : কাই হাভার্টজ

ট্রান্সফার ফি : ৮০ মিলিয়ন ইউরো

ক্লাব : বায়ার লেভারকুসেন থেকে চেলসি

২০২১

খেলোয়াড় : জ্যাক গ্রিলিশ

স্থানান্তর ফি : ১১৭.৫ মিলিয়ন ইউরো

ক্লাব : অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি