নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা
২০১৮ সাল থেকে সদস্য দেশগুলোকে নিয়ে নেশনস লিগ আয়োজন করছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এরই মধ্যে দুটি আসর সফলভাবে আয়োজন হয়েছে। এবার তৃতীয় আসরের অপেক্ষা। তবে তৃতীয় আসরের পরই বড় চমক পেতে যাচ্ছে ফুটবল ভক্তরা। কারণ ২০২৪ সাল থেকে নেশনস লিগে খেলবে লাতিন আমিরেকার দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
বর্তমানে উয়েফা নেশনস লিগে অংশ নেয় শুধু ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশ।
আগামী ২০২২-২৩ মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষে বড় ধরনের পরিবর্তন আসবে নেশনস লিগে। ২০২৪ সাল থেকে ইউরোপ মহাদেশের ৫৫ দলের পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের ১০ দল একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এই লিগে। ইএসপিএনের খবর অনুযায়ী, উয়েফার সহ সভাপতি এবং পোল্যান্ডের সাবেক ফুটবলার জিবিনিউ বোনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।
পোলিশ সংবাদমাধ্যম মেকজিকিকে দেওয়া সাক্ষাৎকারে বোনিয়েক বলেছেন, 'আমরা কনমেবলের সঙ্গে একটি বৈঠক করেছি। ২০২৪ সাল থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলো নেশন্স লিগে যোগ দিবে।'
উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপর দ্বিতীয় আসরের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরো ঘরে তোলে ফ্রান্স।