পাকিস্তানের বিপক্ষে যে কারণে খেলেননি সাকিব 

Looks like you've blocked notifications!
তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ। এই হারের দিনে প্রথম একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তিনি কেন ছিলেন না, তা নিয়ে কম আলোচনা হচ্ছে না। তাঁর বদলে ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নুরুল হাসান সোহান।

কিউইদের মাটিতে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ২১ রানে হেরেছে লাল সবুজের দল। পাকিস্তানের করা ১৬৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।       

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গতকাল বৃষ্পতিবার সাকিব নিউজিল্যান্ডে পৌঁছান। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি রয়েছে তাঁর।  তাই নাকি সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।

এদিকে পরের ম্যাচে সাকিবকে পাওয়া যাবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজকের ম্যাচে সাকিব না থাকলেও দলে ফিরেছেন হাসান মাহমুদ। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইবাদত হোসেন।

আর কদিন বাদে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসর বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ হতে পারে।

তবে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দুজন ছাড়া অন্যরা ছিলেন আসা-যাওয়ার মিছেলে। বোলাররাও যে খুব বেশি সাফল্য পেয়েছে তা বলা যাবে না। পেসার তাসকিন ছাড়া অন্যরা ছিলেন খরুচে।   

টি-টোয়েন্টিতে এটি  চিরচেনা বাংলাদেশ। প্রতিপক্ষের রান দেড় শ-র বেশি হলেই তা টপকানো কঠিন হয়ে যায়। এদিনও হয়েছে তাই।