পাকিস্তানে আতিথেয়তা পেল বাংলাদেশ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি ভালো কাটেনি বাংলাদেশের। তবে ম্যাচের আগেরদিন নিজের বাসভবনে বাংলাদেশ-পাকিস্তান দলকে আতিথেয়তা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর, গতকাল বিকেলে পাকিস্তানেরর প্রেসিডেন্টের বাসভবনে যান দুই দলের খেলোয়াড়রা। কড়া নিরাপত্তার মধ্যে হোটেল থেকে প্রেসিডেন্টের বাসভবনে যাওয়া হয় খেলোয়াড়দের।
১৬ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল খালেদ মাহমুদ সুজনের দলটি। অবশ্য সেই সিরিজের শেষ ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে তা হাতছাড়া করেছিল বাংলাদেশ। মুলতানে সেই টেস্টে পাকিস্তানের কাছে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
দীর্ঘদিন আবার পাকিস্তানে টেস্ট খেলতে গিয়ে সেই একই অবস্থা বাংলাদেশের। হতাশার ব্যাটিং। মুমিনুলদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২৩৩ রানে।