‘পাকিস্তানে খেলার সুযোগ হাতছাড়া করা উচিত নয়’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/02/bd_vs_pk.jpg)
আইসিসির সূচি অনুযায়ী এ মাসেই পাকিস্তানে একটি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তার কথা মাথার রেখে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আবেদনও করেছে বিসিবি।
কিন্তু বিসিবির আবেদনে সাড়া দেয়নি পিসিবি। বিসিবির সিদ্ধান্ত নিয়ে নানা কথা চলছে পাকিস্তানে। কথা চলছে সংবাদ মাধ্যমেও। এদিকে বিপিএল খেলতে বাংলাদেশে আসা পাকিস্তানি তারকা আহমেদ শেহজাদও বলছেন তাঁদের দেশ নিরাপদ। বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয় বলেও মন্তব্য করেন শেহজাদ।
বিপিএলে একসময় নিয়মিত মুখ ছিলেন শেহজাদ। মাঝে অনিয়মিত হয়ে পড়লেও সপ্তম আসরে আবারও বিপিএলে ডাক পেয়েছেন পাকিস্তানি এ তারকা।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান সফর নিয়ে শেহজাদ বলেন, ‘আমার মতে, পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনো আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। শ্রীলঙ্কা সফর করে গেল কয়েকদিন আগে, খুবই সফল সফর। কৃতিত্ব তাদের দিতে হয় যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে।’
এ ছাড়া ক্রিকেটের জন্য পাকিস্তানকে আদর্শ জায়গা বলছেন শেহজাদ, ‘সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের, তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।’