পাকিস্তান ক্রিকেট দলের স্পন্সর শহীদ আফ্রিদি
আর কিছুদিন বাদেই ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফরে জাতীয় দলের কোনো স্পন্সর না থাকায় ক্রিকেটারদের জার্সিতে শাহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো লাগানো থাকবে।
শহীদ আফ্রিদি নিজেই টুইট করে জানিয়েছেন খবরটি। তিনি লিখেছেন, 'পাক ক্রিকেট বোর্ডের চ্যারিটি পার্টনার হওয়ায় আমাদের লোগো এবার ক্রিকেটারদের খেলার সরঞ্জামে লাগানো থাকবে। আমাদের সমর্থন দেওয়ার জন্য ওয়াসিম খান সহ পিসিবিকে ধন্যবাদ জানাই। সফরে ক্রিকেটারদের শুভেচ্ছা রইল।'
করোনার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। একটি বহুজাতিক প্রতিষ্ঠান পাক ক্রিকেটারদের জার্সি স্পন্সরের প্রস্তাব দিয়েছিল। পিসিবির সঙ্গে তাদের আলোচনাও হয়। তবে প্রত্যাশার চেয়ে অনেক কম অর্থ দিতে চেয়েছিল প্রতিষ্ঠানটি। গতবারের চুক্তির চেয়ে এবার মাত্র ৩০ শতাংশ অর্থ দিতে রাজি হয় সেই কোম্পানি। তাই রাজি হয়নি পিসিবি।
ইংল্যান্ড সফরে পাকিস্তান তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে। ৫-৯ অগাস্ট প্রথম টেস্ট খেলা হবে ওল্ড ট্রাফোর্ডে। এরপর ১৩-১৭ অগাস্ট খেলা হবে দ্বিতীয় টেস্ট এবং তৃতীয় ও শেষ টেস্ট অগাস্টের ২১-২৫ তারিখ। শেষ দুটি ম্যাচই সাউদাম্পটনে। আর ২৮, ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি।