পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে

Looks like you've blocked notifications!
আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবরে পাকিস্তান সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এরই মধ্যে পাকিস্তান সফরের জন্য দেশটির সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ওয়ানডে সিরিজ হবে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। টি-টোয়েন্টি সিরিজ হবে ৭-১০ নভেম্বর।

ক্রিকবাজের এক খবরে জানা গেছে, পাকিস্তানের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই সফরের অনুমতি দেয় জিম্বাবুয়ে সরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সূত্র জানায়, ‘জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা উইলফ্রেড মুকন্দিয়ার সঙ্গে আলোচনা করেন পিসিবির চেয়ারম্যান এহসান মানি। তাঁর প্রস্তাবে রাজি হয় জিম্বাবুয়ে। অপেক্ষা ছিল জিম্বাবুয়ে সরকারের অনুমতি। অনুমতি পাওয়ায় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড।’

সিরিজের ভেন্যু এখনো ঠিক হয়নি। জৈব-সুরক্ষা পরিবেশে সিরিজের ছয়টি ম্যাচ আয়োজন হবে। রাওয়ালপিন্ডি ও মুলতানে সিরিজের ম্যাচ গুলো হতে পারে। মুলতানে ওয়ানডে সিরিজ হতে পারে। ২০০৮ সালের পর এই ভেন্যুতে প্রথমবার হবে ওয়ানডে ম্যাচ।