পিএসএলে নয়, মোহামেডানে খেলতে চান সাকিব
পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আসরটি আবার শুরু হওয়ার কথা জুনের শুরুর দিকে। প্রায় একই সময়ে হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। তাই বাংলাদেশি তারকা নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে চান।
এরই মধ্যে মোহামাডান কর্মকর্তাদের মাধ্যমে বিসিবিকে লিখিতভাবে জানিয়েছেন সাকিব। এ ব্যাপারে মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘সাকিবের সই করা একটি চিঠি আমরা সিসিডিএমে জমা দিয়েছি। সাকিব প্রিমিয়ার লিগে অংশ নিতে আগ্রহী। সে পিএসএলে খেলবে না, প্রিমিয়ার লিগে অংশ নিতে চায়।’
করোনার কারণে ২০২০ সালের মার্চে স্থগিত হয়েছিল প্রিমিয়ার লিগ। সেই আসর এবার টি–টোয়েন্টি ফরম্যাটে হবে। নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলতে পারেননি সাকিব।
এদিকে পিএসএলের বদলি ড্রাফটে খেলার সুযোগ পান বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন দাস। সাকিব লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানসে ও লিটন করাচি কিংসে খেলার সুযোগ পান।
এদিকে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হতে পারে ৩১ মে।