পিএসজিতে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

Looks like you've blocked notifications!
লিওনেল মেসির পিএসজি হেরে গেল। ছবি : সংগৃহীত

লিগ ওয়ানে এর আগে টানা আট ম্যাচ হারেনি পিএসজি। তাছাড়া কদিন আগে চ্যাম্পিয়নস লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে অসাধারণ সাফল্য পেয়েছে লিওনেল মেসির দল। আজ রোববার সে তারাই কি না হেরে বসেছে রেনের কাছে।     

এই ম্যাচে ২-০ গোলে হেরেছে পিএসজি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গড়া দলটি লড়াইয়ে পেরে উঠেনি। সবচেয়ে হতাশার কথা পুরো ম্যাচে পিএসজি প্রতিপক্ষের পোস্টে একটি শটও রাখতে পারেনি।   

ম্যাচের ৪৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে রেনে এগিয়ে যায়। সুলেমানের দারুণ ক্রসে লাবোর্দ পিএসজির নুনো মেন্দেসকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রেনে টেইটের গোলে। গোললাইনের কাছে গিয়ে বক্সে নিচু ক্রস করেন লাবোর্দ, বক্সে থাকা টেইট আলতো শটে সেটি জড়িয়ে দেন জালে।

হারলেও পয়েন্ট তালিকায় শক্ত অবস্থানেই আছে পিএসজি। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট তাদের। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লঁস। আর দারুণ এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে আসে রেনে।