পিএসজি ছাড়ছেন এমবাপে

Looks like you've blocked notifications!
 আগামী মৌসুমে পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ছবি : সংগৃহীত

আগামী মৌসুমেই পিএসজি ছাড়ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এরই মধ্যে তিনি বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। চার বছরের সম্পর্ক শেষে আগামী জুলাইয়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি ক্লাব ছাড়তে চান।

২০২১-২২ মৌসুমের পরই পিএসজির সঙ্গে এই ফ্রেঞ্চম্যানের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো চুক্তি নবায়নের বিষয়ে তিনি ক্লাবের সঙ্গে আলোচনা করেননি।

ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের খবরে জানা গেছে, আগামী গ্রীষ্মে পিএসজি ছাড়ার কথা এমবাপে ক্লাবকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি।

তরুণ এই ফরোয়ার্ডকে দলে নিতে রিয়াল মাদ্রিদ বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রান্সফার মার্কেটে যা এখন আর গোপনীয় নয়। এমবাপে নিজেও বেশ কয়েকবার দলটিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর বাইরেও কিছু শীর্ষ ক্লাব তাঁর জন্য মুখিয়ে আছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি ক্লাব অন্যতম। বার্সেলোনাও অবশ্য বিষয়টির দিকে নজর রাখছে। আগামী গ্রীষ্মে লিওনেল মেসিকে ছেড়ে দিতে পারে বার্সা, সে কারণে এমবাপে হয়ে উঠতে পারেন বার্সেলোনার মূল লক্ষ্য।

করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে আইসোলেশনে আছেন এমবাপে। যে কারণে রোববার মার্সেইর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারেননি।