পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পিছিয়ে যায়। খেলাটি অনুষ্ঠিত হবে আগামী রোববার।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস আগামী দুদিন টানা বৃষ্টি হতে পারে। তাই পিছিয়ে দেওয়া হয় বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। ম্যাচটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
আসরের ফাইনালে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। গতকাল বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশকে হারিয়ে দেয় নাজমুল একাদশ। তাই মাহমুদউল্লাহ একাদশ ফাইনালে উঠে যায়। আগেই ফাইনালে খেলা নিশ্চিত করে নাজমুল-মুশফিকের দল।
গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে নাজমুল একাদশ। তবে বৃষ্টি আইনে ৪১ ওভারে তামিম একাদশের সামনে লক্ষ্য দেওয়া হয় ১৬৪ রান। জবাব দিতে নেমে ১৫৬ রানে থেমে যায় তাদের ইনিংস। তামিম ৫৭ রানের একটি ঝলমলে ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম একাদশের পেসার সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়েই অল্প রানে গুটিয়ে যায় নাজমুল একাদশের ইনিংস। সাইফউদ্দিন একাই পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ে ধস নামান।
নাজমুল একাদশের হয়ে ৭৫ বলে ৫১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন মুশফিক। আর তরুণ আফিফ হোসেন করেন ৪০ রান, ৬১ বল খরচায়। আর অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার দলে।
সাইফউদ্দিন ২৬ রানে পাঁচ উইকেট নেন। আসরে মোট ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি এখন তিনি। পেসার মুস্তাফিজুর রহমানও দারুণ সফল ছিলেন, আট ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। মেহেদী হাসান পান দুই উইকেট।