পূর্ণ শক্তির দল নিয়েই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া
লম্বা সময় ধরে পাকিস্তানের মাটিতে খেলেনি অস্ট্রেলিয়া। সবশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অসিরা। এতদিন পর পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে প্যাট কামিন্সের দল।
সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে অস্ট্রেলিয়া। দুদলের লড়াই শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। তাই আজ মঙ্গলবার পাকিস্তান সফরকে সামনে রেখে ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পাকিস্তান সফরে পুরো শক্তিশালী টিম নিয়ে যাবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দলে নতুন সংযুক্তি কেবল অ্যাশটন অ্যাগার। উপমহাদেশের কন্ডিশনের কথা ভেবে অ্যাগারকে ১৮ জনের দলে নিয়েছে অসিরা। ন্যাথান লায়ন ও মিচেল সোয়েপসনের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন অ্যাগার। অ্যাশেজে খেলা ক্রিকেটারদের মধ্যে নেই কেবল জাই রিচার্ডসন।
অ্যাশেজে প্রথম ম্যাচের পর চোটে ছিটকে গিয়েছিলেন জশ হেইজেলউড। চোট কাটিয়ে তিনিও আছেন পাকিস্তান সফরের দলে। জায়গা ধরে রেখেছেন অ্যাশেজে অভিষেক ম্যাচে চমক দেখানো স্কট বোল্যান্ড।
কদিন আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচের চাকরি ছাড়েন জাস্টিন ল্যাঙ্গার। এখনো নতুন কোচ নিয়োগ দেয়নি সিএ। তাই আপাতত পাকিস্তান সফরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু হয় দুদলের লড়াই। সিরিজের পরের দুই ম্যাচ ১২ ও ২১ মার্চ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর ২৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৩১ মার্চ ও ২ এপ্রিল। এই তিন ম্যাচ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজ শেষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।
অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নিসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।