পেসারদের পারফরম্যান্সে খুশি নন মুমিনুল
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট প্রত্যাশিতভাবে ড্র হয়েছে। দল জিততে না পারলেও কিছু ব্যক্তিগত অর্জন চোখে পড়ার মতো ছিল। তাই প্রথম টেস্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস দ্বিতীয় টেস্টে কাজে লাগবে বলে মনে করেন অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশ দলের দুই শীর্ষ ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এই ম্যাচে সেঞ্চুরি করেছেন। লিটন কুমার দাস ও মাহমুদুল হাসান জয় হাফসেঞ্চুরি করেন। নাঈম হাসান প্রথম ইনিংসে ছয় উইকেট নেন। সাকিব আল হাসান কোভিডের লড়াই থেকে ফিরে পুরো ম্যাচেই ভালো খেলেন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমি মনে করি এই টেস্টে ড্র ঢাকায় আমাদের সাহায্য করবে। সবাই রানের মধ্যে আছেন। প্রত্যাকে আমরা একটি দল হয়ে খেলেছি। এমন খেলা সম্ভব হলে ইতিবাচক ফল আসবেই।’
তবে পেস বোলিং ইউনিট পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি পেস বোলাররা আরও ভালো বল করতে পারতেন। কারণ তাদের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে। প্রথম ইনিংসে শরিফুল ছিলেন না, তবে খালেদ যদি আরও ভালো লেন্থে বল করতেন, তবে আমি খুশি হতাম।’
‘নাঈম এবং সাকিব ভাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ইনিংসে দ্রুত রান আসছিল। সাকিব ভাই ও তাইজুল ধরে রেখেছিলেন। আমার মনে হয় প্রথম ইনিংসে সাকিব ভাইয়ের পারফরম্যান্স অত্যন্ত ভালো ছিল, দ্বিতীয় ইনিংসেও একই ছিল।’
উইকেট সম্পর্কে মুমিনুল বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের উইকেট আলাদা। এমন নয় যে আমি এখানে (এই ফ্ল্যাট উইকেটে) বোলারদের ব্যবহার করতে পারিনি। আপনি যে কন্ডিশনে খেলবেন তার সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। এখানে স্পিন একটু দেরিতে আসে। কিন্তু ঢাকায় বল দ্রুত উইকেটে চলে আসে।’
ম্যাচের ফল নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম দিনেই জানতাম এই ম্যাচ ড্র হবে। বাংলাদেশের জেতার সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। বাংলাদেশ দলে সাকিব, মুশি, মুমিনুল, তামিম ও তাইজুলের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। তারা অনেক ক্রিকেট খেলেছেন। তারা নিশ্চিতভাবেই ভবিষ্যতে ম্যাচ জেতাতে ভূমিকা রাখবেন। ড্র নিয়ে আমরা খুবই খুশি।’