প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের অনন্য রেকর্ড
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনন্য রেকর্ড গড়লেন তামিম ইকবাল। আজ রোববার ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি ওপেনারের রান সংখ্যা ১৩,০১৪।
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ১৩ হাজারের ঘরে যেতে ২৭ রানের দরকার ছিল তামিমের। মাঠে নেমে ধীরেসুস্থে খেলা তামিম পৌঁছে যান মাইলফলকের কাছে। প্রথম ৫৩ বলে তামিম করেন ২৬ রান। পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ১৩ হাজারের ঘরে প্রবেশ করেন তামিম।
অবশ্য স্মরণীয় ম্যাচটিতে বেশি দূর যেতে পারেননি তামিম। ৩০তম ওভারের শেষ বলে ৪১ রানে আউট হন তিনি। ৮৯ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল সাতটি বাউন্ডারি দিয়ে।
তিন ফরম্যাটে ১৩ হাজারের বেশি রান করা একমাত্র বাংলাদেশি এখন তামিম। বাঁহাতি ওপেনারের ধারেকাছেও নেই আর কেউ। তিন ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। তিন ফরম্যাট মিলিয়ে ১১,৭৫২ রান করেছেন সাকিব। এ ছাড়া ১০ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা বাংলাদেশের অন্য ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। তাঁর নামের পাশে আছে ১১,৫৭৫ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ রোববার দ্বিতীয় দিন দারুণ শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টাতেই চমক দেখান পেসার আবু জায়েদ রাহি। দ্রুত তুলে নেন দুই উইকেট। তাঁর সঙ্গে দুটি উইকেট পেলেন তাইজুল ইসলামও। ফলে দ্বিতীয় দিনের প্রথম দেড় ঘণ্টাতেই ২৬৫ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে হারায় ওপেনার সাইফ হাসানের উইকেট। অফস্টাম্পের বাইরের বলে সাইফের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় চাকাভার গ্লাভসে। সাইফ ফেরেন ৮ রানে। সাইফকে হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে লড়ছে বাংলাদেশ। তামিম ও শান্ত দ্বিতীয় উইকেটে তোলেন ৭৮ রান। এরপর ৪১ রানে আউট হন তামিম।
গতকাল শনিবার প্রথম দিন দারুণ করেছে জিম্বাবুয়ে। খারাপ কাটেনি বাংলাদেশেরও। স্পোর্টিং উইকেটে বড় সংগ্রহ গড়তে যাওয়া জিম্বাবুয়ের ছন্দ ভেঙেছেন অফস্পিনার নাঈম হাসান। লম্বা স্পেলে বোলিংয়ে শেষ বিকেলে চমক দেখান নাঈম, ফেরান সেঞ্চুরিয়ান ক্রেইগ আরভিনকে। ফলে স্বস্তি নিয়ে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ৬ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দিন শেষে শূন্য রানে উইকেটে ছিলেন ট্রিপিয়ানো ও ৯ রানে অপরাজিত ছিলেন চাকাভা। ৫ উইকেট হাতে নিয়ে আজ রোববার দ্বিতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের শুরুতেই ট্রিপিয়ানোকে হারায় সফরকারীরা। তাঁকে ফেরান আবু জায়েদ রাহি। উইকেট হারালেও অতিথিদের লক্ষ্য ছিল ইনিংসটাকে লম্বা করার। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য ছিল জিম্বাবুয়েকে দ্রুত অলআউট করার। কিন্তু সেই দিক দিয়ে সফল বাংলাদেশ। দিনের শুরুতেই অতিথিদের অলআউট করেছে স্বাগতিকরা।