প্রস্তুতি ভালো হচ্ছে, জানালেন আল আমিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/30/al_amin.jpg)
দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর অনুশীলনে ফেরার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। মাঠে ফিরে ফিটনস নিয়ে কাজ করার পাশাপাশি ব্যাট-বলেও ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। এতদিন শুধু স্টাম্প লক্ষ্য করে বল করেছিলেন আল আমিন হোসেন। এবার মাঠে ফিরে ব্যাটসম্যানদের বল করতে পেরে স্বস্তি পাচ্ছেন ডানহাতি এই পেসার।
ঈদের বিরতির পর অনুশীলনে যোগ দিয়েছেন আল আমিন। ফেরার পর কয়েকদিন একা অনুশীলন করার পর এখন ব্যাটসম্যানদের বিপক্ষে বল করছেন তিনি। গতকাল শনিবার তিনি জানালেন, ব্যাটসম্যানদের বল করতে পেরে স্বস্তিবোধ করছেন। এ ছাড়া আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিও ভালো হচ্ছে বলে জানালেন আল আমিন।
আল আমিন বলেন, ‘আমরা শেষ দুই সপ্তাহ একাই অনুশীলন করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বল করতে পেরেছি। এজন্য আসলে স্বস্তি লাগছে নিজেদের ভেতরেই। কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বল করতে পারিনি।’
আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়ে ডানহাতি এই পেসার বলেন, ‘এতদিন আমরা ভার্চুয়াল মিটিংয়ে কোচরা যেসব নির্দেশনা দিচ্ছিলেন, সেগুলো মেনে চলছিলাম। মাঠের অনুশীলনটা এখন পুরোদমে শুরু হয়েছে। সামনের সপ্তাহে হয়তো আরো পুরোদমে শুরু হবে। সবকিছু মিলিয়ে সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আছে সেটার জন্য ভালো প্রস্তুতি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে কোচিং স্টাফরা আমাদের মাঝে চলে আসবে। আশা করছি সামনে আমরা অনুশীলনের আরো ভালো সুযোগ-সুবিধা পাব এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পারব।’