প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু আজ
লিভারপুলের শিরোপা উৎসব দিয়ে শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০১৯-২০ মৌসুম। এবার শুরু হতে যাচ্ছে নতুন মৌসুম। আজ শনিবার মাঠে গড়াচ্ছে ইপিএলের ২০২০-২১ আসর। শুরুর দিনই চ্যাম্পিয়ন লিভারপুল-আর্সেনালের মতো বড় দলগুলো মাঠে নামছে।
২৯তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল-ফুলহ্যাম। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। গত মৌসুমে অষ্টম হওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ মিস করবে আর্সেনাল।
আরেক ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে সাউদাম্পটন। রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা লিডসের ইউনাইটেডের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। নতুন মৌসুমের জন্য অলরেডরা এবার নতুন কোনো খেলোয়াড় কেনেনি। প্রথমবার ইপিএল জেতা দল নিয়ে এবারও লড়বেন ক্লপ।
দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম-নিউক্যাসল। ম্যাচটি শুরু রাত ১টায়।
প্রথম সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির কোনো ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান মৌসুম দেরিতে শেষ হওয়ায় এক মাস বিশ্রামে থাকবে গতবারের রানার্সআপ ম্যানচেস্টার সিটি ও তৃতীয় হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে তাদের যাত্রা শুরু ১৯ সেপ্টেম্বর।
নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে ইউনাইটেড। একই দিনে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে ম্যানসিটি। চেলসি লিগ অভিযান শুরু করবে ১৪ সেপ্টেম্বর ব্রাইটনের মাঠে। একই দিনে শেফিল্ডের ঘরের মাঠে খেলতে নামবে উলভস।