প্রিমিয়ার লিগে পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন বিজয়
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ সব চমক দেখিয়েছেন এনামুল হক বিজয়। তুমুল ফর্মে থেকে চমৎকার কিছু সাফল্য নিজের ঝুলিতে পুরেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেতে পারেন তিনি।
এনামুল প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচ খেলে ১১৩৮ রান করেন। ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। যাতে নয়টি হাফসেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি করেন তিনি।
এর পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেতে পারেন বিজয়। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে বিজয় থাকবে বলে আশা করি। অবশ্য তা নির্বাচকদের ব্যাপার। আমার মনে হয় নির্বাচকরা তাকে বিবেচনায় রাখবেন।’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। এর পর জিম্বাবুয়ে সফর। পরে সেপ্টেম্বরে এশিয়া কাপ।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা। সব বিবেচনায় এনামুকে দলে নেওয়া হতে পারে বলে জোর আলোচনা চলছে।
এনামুল ঢাকা লিগে ১৫টি ইনিংস খেলে ১২টিতেই ৫০ এর বেশি রান করেন। তাই সম্প্রতি সাবেক আধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তাঁকে জাতীয় দলে নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘তামিম-লিটন পারফর্ম করেছে। তাই বিজয়কে ওয়ানডে দলে নেওয়া হলেও প্রথম একাদশে জায়গা নাও পেতে পারে। টেস্টেও কঠিন। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে বিজয়কে নেওয়ার সুযোগ আছে। এটা আমার মতামত। সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। আমি মনে করি বিজয়কে এখনই বিবেচনা করার সময়।’