পয়েন্ট হারিয়ে শিরোপার রাস্তা কঠিন করল পিএসজি

Looks like you've blocked notifications!
পিএসজি বনাম রেনের মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত

কদিন আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে প্যারিসের ক্লাব পিএসজি। সেই ক্ষত না শুকাতেই এবার লিগ ওয়ানে ধাক্কা খেল ফরাসি চ্যাম্পিয়নেরা। লিগে রেনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে শিরোপা ছোঁয়ার রাস্তা কঠিন করলেন নেইমাররা।

গতকাল রোববার রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন মাওরিসিও পচেত্তিনোর দল। নেইমার দলের হয়ে একমাত্র গোলটি করেছেন। আর প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন সেহু গিহার্সি।

চলতি লিগে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে লিল। সামনে দুই ম্যাচে চার পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে লিলের।

গতকাল বিরতির আগে যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন নেইমার। কুরজাওয়াকে নায়েফ আগুয়ের্দ ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। ফলে পেনাল্টি পায় পিএসজি। সুযোগ হাতছাড়া না করে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ব্রাজিল তারকা।

তবে এই স্বস্তি শেষ পর্যন্ত টেকেনি পিএসজি শিবিরে । ৭০ মিনিটে গোল শোধ করে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেন।

ম্যাচের ৮৭তম মিনিটে লাল কার্ড দেখেন প্রেসনেল কিম্পেম্বে। এরপর আর খেলায়া ফিরতে পারেনি পিএসজি।