'ফাঁকা মাঠে খেলা কঠিন'
২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ দলে সুযোগ পাননি রোহিত শর্মা। টিভির পর্দায় দেখেছেন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে তাঁর দেশ ভারত। অবশ্য সেই রোহিত এখন অনেকটাই পাল্টে গেছেন। হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ।
গত বিশ্বকাপে ভারতের রান তোলার মূল ভূমিকায় ছিলেন রোহিত। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু সেমিতে ব্যর্থ হয় তাঁর দল, নিউজল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে। তাতে ভেস্তে যায় রোহিতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
কিন্তু বিশ্বকাপের স্বপ্ন দেখা থেকে দূরে থাকেননি রোহিত। বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর তিনিও, ‘বিশ্বকাপ জেতার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। আমিও বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ সব চেয়ে বড় টুর্নামেন্ট। এই মেগা টুর্নামেন্ট আমিও জিততে চাই।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই টুর্নামেন্ট করোনার কারণে মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। অনেকে ফাঁকা মাঠে খেলার কথা বলছেন। এ ব্যাপারে রোহিত বলেন, ‘ফাঁকা মাঠে খেলা কঠিন। তবে বোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের মেনে চলতে হবে।’
সূচি অনুযায়ী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা কোহলিদের। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে স্মিথদের বিপক্ষে খেলার কথা চারটি টেস্ট ম্যাচ। কিন্তু করোনার জন্য টি-টোয়েন্টি সিরিজ নিয়েও শঙ্কা জেগেছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ না হলে অনেক ক্ষতির মুখে পড়বে অস্ট্রেলিয়া। তাই করোনার ধাক্কা এড়াতে ভারতের বিপক্ষে চার নয়, পাঁচটি টেস্ট খেলতে চায় অস্ট্রেলিয়া।
এ প্রসঙ্গে রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়া খেলবে নিজেদের মাটিতে, ওই দুজনও (স্মিথ-ওয়ার্নার) দলে ফিরেছে, এবার লড়াই অনেক কঠিন হবে। তবে আমরাও দল হিসেবে নিজেদের সেরাটা খেলছি এখন। সিরিজটি যদি হয়, এই সিরিজের অংশ হতে পারাটা হবে দারুণ। আমার কাজটা আরো কঠিন হবে, কারণ সবকিছু বন্ধ হওয়ার আগে ইনজুরির কারণে বাইরে ছিলাম। খেলা শুরুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। লকডাউন শুরুর ঠিক আগে আমার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। আমার প্রথম কাজ হবে তাই ফিটনেস পরীক্ষায় উতরানো।’