ফাইনালের টিকেট পেতে আগে বোলিং করবে রাজশাহী
হারলেই বাদ আর জিতলে মিলেবে ফাইনালে যাওয়ার টিকেট, এমন সমীকরণকে সামনে রেখে আজ বুধবার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।
এর আগে গত সোমবার রাজশাহীকে উড়িয়ে বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা টাইগার্স। আজকের ম্যাচের জয়ী দল আগামী ১৭ জানুয়ারি বিপিএলের ফাইনালে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে।
চলতি বিপিএলে রাজশাহী-চট্টগ্রাম দুই দলই আছে দারুণ ছন্দে। রাউন্ড রবিন লিগে সমান জয়-পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে দুই দল। তবে রান রেট ব্যবধানে এগিয়ে ছিল রাজশাহী। যার কারণে ফাইনালে যেতে দুটি সুযোগ পাচ্ছে আন্দ্রে রাসেলের দল।
প্রথম সুযোগে কোয়ালিফায়ার-১ ম্যাচে খুলনা বিপক্ষে লড়েছে রাজশাহী। তবে মোহাম্মদ আমিরের রেকর্ড গড়া বোলিংয়ের সামনে পেরে ওঠেনি। ১৭ রানে ছয় উইকেট পাওয়া আমিরের দুর্দান্ত দিনে হেরেছে রাজশাহী রয়্যালস। রাজশাহীকে অপেক্ষায় রেখে সরাসরি ফাইনালে ওঠে যায় মুশফিকের দল।
আজ চট্টগ্রামের বিপক্ষে জয় নিয়ে রাজশাহীও চাইবে ফাইনালের টিকেট পেতে। যদিও চট্টগ্রামকে হারানো সহজ হবে না। রাউন্ড রবিন লিগে দুই দলের দেখা হয়েছে দুবার। জয়-পরাজয়ের হিসাবও সমান সমান। একবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতেছে। অন্যবার রাজশাহী।
রাজশাহী একাদশ : লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী এবং মোহাম্মদ ইরফান।
চট্টগ্রাম একাদশ : ক্রিস গেইল, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, লিয়াম প্লাঙ্কেট, জিয়াউর রহমান, রায়াদ এমরিট, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।