ফিটনেস পরীক্ষায় পাস করলেন মুশফিক-ইমরুল
চোট সেরে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসও এই পরীক্ষা পাস মার্ক পেয়েছেন। মাঠে নামতে দুজনই এখন পুরো ফিট বলে জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকও ইমরুল কিছুদিন ধরে চোটে ভুগছিলেন। তাঁরা পুনর্বাসনে ছিলেন। মুশফিক ছিলন গ্রেড ওয়ান ইনজুরি। আমরা আশা করেছিলাম, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুস্থ হয়ে উঠবেন তিনি। আর ইমরুলকে নিয়ে ধারণা ছিল, আরো এক সপ্তাহ লাগতে পারে। আজ দুজনই আমাদের ফিজিও ট্রেনারের কাছে ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। দুজনই খেলার জন্য এখন ফিট।’
তাই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন মুশফিক ও ইমরুল। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে কোনো বাধা নেই।
এদিকে পরিবারের আপত্তির কারণে পাকিস্তান সফরের দল থেকে নাম সরিয়ে নেন মুশফিক। তবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে ভবিষ্যতে পাকিস্তান সফরে যাবেন বলে আশা করছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
কদিন আগে এ ব্যাপারে মুশফিক বলেলেন, ‘আমি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি, আসন্ন পাকিস্তান সফরে আমি থাকছি না এবং বিসিবি তাতে সম্মতি দিয়েছে।’
মুশফিকুর আরো বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমার পরিবার আতঙ্কে রয়েছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলার জন্য পাকিস্তান যেতে পারি না। তবে বাংলাদেশ জাতীয় দলে না খেলতে পারাটা আমার জন্য খুবই কষ্টের ব্যাপার।’
এদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য প্রস্তাব পেয়েছেন মুশফিক। সেখানেও তিনি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।