ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়াতে বলছে ফিফা

Looks like you've blocked notifications!

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। আর এ কারণে বন্ধ হয়ে গেছে বিশ্বের সব টুর্নামেন্ট। তাই  এবারের ফুটবল মৌসুম দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

অবশ্য তা হলে ফুটবলারদের চুক্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন পর্যন্ত। আবার মৌসুম লম্বা হলে খেলোয়াড়দের দলবদলের সময়ও পিছিয়ে যাবে।

এসব সমস্যার কথা ভেবে ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গতকাল মঙ্গলবার ফিফার দেওয়া বিবৃতিতেও বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে ফিফা জানায়, ‘এটা এখন নিশ্চিত যে পূর্ব নির্ধারিত সময়ে মৌসুম শেষ হচ্ছে না। তাই মৌসুম শেষ হওয়া পর্যন্ত খেলোয়াড়দের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো।’

এর আগে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা (উয়েফা) জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমের সব প্রতিযোগিতা তারা মাঠেই শেষ করতে চায়। এমনকি, অগাস্ট পর্যন্ত মৌসুম বাড়িয়ে নিয়ে হলেও তাঁরা খেলার মাধ্যমেই শেষ করতে চায়।

এদিকে সারা বিশ্বে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের দাপট। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৪ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮২ হাজার। এই মহামরির ধাক্কা কাটিয়ে ঠিক কবে খেলা মাঠে গড়াবে, সেটাও এখনো নিশ্চিত নয়। আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত ফুটবল লিগগুলো।