ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে বিপিএল ফুটবল

Looks like you've blocked notifications!

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল (বিপিএল) টুর্নামেন্ট। পেশাদার ফুটবল লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ১৩টি দল নিয়ে এবারের টুর্নামন্টে মাঠে গড়াবে।

দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। ভেন্যু হচ্ছে—ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, সিলেটের জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম , গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম।

এ ব্যাপারে বাফুফে সহসভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘এ মাসেই পেশাদার লিগ শুরু করার কথা ছিল। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি। যেহেতু এফসি কাপে আবাহনী অংশ নেবে। তারা জাতীয় দলের মতোই দেশকে প্রতিনিধিত্ব করে, তাই লিগ পেছানোর মত দিয়েছে অনেকেই।’

প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে—আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এমএফএস, আরামবাগ ক্রীড়া সংঘ, পুলিশ ফুটবল ক্লাব, উত্তর বারিধারা, সাইফ স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী,  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।