বঙ্গবন্ধুর প্রিয় গানটি গেয়ে শোনালেন সনু নিগম

Looks like you've blocked notifications!

‘ধনধান্যে পুষ্পে ভরা…’ দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় ছিল। উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম মঞ্চে উঠলেন। আর ধীরে ধীরে শুরু করলেন গানটি।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। গানটি গাওয়ার আগে সনু নিগম জানিয়ে দিলেন বঙ্গবন্ধুর জন্য এই গান। বাংলা উচ্চারণে ভুল হলে আগাম ক্ষমাও চাইলেন তিনি। আজ রোববার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন সনু নিগম।

তবে বাংলাভাষাভাষি দর্শক শ্রোতাদের হতাশ করেননি সনু নিগম। ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি পুরোটা গেয়েছেন তিনি। অসাধারণ গেয়েছেন।

এরপর গাইলেন আরেকটি বিখ্যাত গানের প্রথম কয়েক লাইন। সনু নিগম গাইলেন, ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ। ’

তুমুল করতালির মধ্য দিয়ে সনু নিগম গাইতে লাগলেন, ‘বাংলাদেশ আমার বাংলাদেশ।’

এভাবে দর্শকদের মাতিয়ে পরে শুরু করেন হিন্দি ভাষায় তাঁর জনপ্রিয় গানগুলো। তবে তখনো তিনি প্রশংসা করতে থাকেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের।

এর আগে বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মঞ্চ মাতিয়েছেন জেমসও।