বদলাতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট

Looks like you've blocked notifications!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বদলাতে আলোচনা শুরু হয়ে গেছে। ছবি : সংগৃহীত

বদলাতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট। আইসিসির নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেগ বার্কলে এরই মধ্যে এই ঘোষণা দিয়েছেন। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হলেই নতুন সংস্করণ নিয়ে আলোচনায় বসবে আইসিসি।

ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, করোনার কারণে অনেক সিরিজ না হওয়ায় পার্সেনটেজ পয়েন্ট সিস্টেম চালু করেছে আইসিসি। এতে ভারতকে ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া।

এ ব্যাপারে গ্রেগ বার্কলে বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবনাচিন্তার অবকাশ রয়েছে। আমার মনে হয় না, যেসব উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, তা পূর্ণ হয়েছে।’

প্রায় চার পাঁচ বছর আলোচনার পর অবশেষে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। কিন্তু প্রথমবছরই কোভিডের জেরে পুরো সিডিউল পণ্ড হয়ে গেছে। তবে এই ফরম্যাটে আসরটি আর নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসির চেয়ারম্যান।