বন্ধু নাদালকে অভিনন্দন জানাতে ভোলেননি ফেদেরার

Looks like you've blocked notifications!
সুইজারল্যান্ডের রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডকে স্পর্শ করলেন রাফায়েল নাদাল। ছবি : রয়টার্স

শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল। রেকর্ড ১৩তম বারের ফরাসি ওপেন জিতলেন এবং সুইজারল্যান্ডের রজার ফেদেরারের সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডকে স্পর্শ করলেন নাদাল।

নাদালের এমন অর্জনে তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নাদালের প্রতি সম্মান জানিয়ে টুইট করেছেন ফেদেরার।

এক টুইটে ফেদেরার লিখেছেন, ‘ব্যক্তি হিসেবে এবং একজন চ্যাম্পিয়ন হিসেবে বন্ধু রাফার প্রতি সব সময়ই সর্বোচ্চ শ্রদ্ধাবোধ আছে আমার। বছরের পর বছর ধরে আমরা সবচেয়ে বড় প্রতিন্দ্বন্দ্বী হিসেবে খেলছি। আমি মনে করি, আরো ভালো খেলোয়াড় হয়ে ওঠার জন্য একে অপরকে সাহস জুগিয়েছি আমরা। ২০তম গ্র্যান্ড স্লাম জেতার জন্য তাঁকে অভিনন্দন জানাতে, তাই সম্মানিত বোধ করছি।’

রোলাঁ গাঁরোতে ১৩টি শিরোপা জয়কে অবিশ্বাস্য বলেছেন ফেদেরার, ‘রোলাঁ গাঁরোতে অবিশ্বাস্যভাবে ১৩ বার জিতলেন তিনি। এটা সত্যিই অসাধারণ এবং ক্রীড়া ইতিহাসের সেরা অর্জনগুলোর একটি। আমি তাঁর পুরো দলকে অভিনন্দন জানাতে চাই। কারণ, একা একা এই সাফল্য আসে না।’

ফেদেরার আরো লিখেছেন, ‘আশা করি, আমাদের এই চলার পথে, সামনে এগিয়ে নেওয়ার পথে ২০ সংখ্যাটি দুজনের জন্যই শুধু আরেকটি পদক্ষেপ। দারুণ অর্জন রাফা, এই কৃতিত্ব তোমার প্রাপ্য।’