বরখাস্ত হতে পারেন মেসিদের কোচ!

Looks like you've blocked notifications!
পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেত্তিনো। ছবি : সংগৃহীত

গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল, বরখাস্ত হতে পারেন পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পোচেত্তিনো। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। দুই এক দিনের মধ্যে বরখাস্ত হতে পারেন এই আর্জেন্টাইন কোচ।

গোল ডটকমের খবরে জানা গেছে, পোচেত্তিনোর সঙ্গে পিএসজির বর্তমান চুক্তি আরও এক বছর বাকি আছে। দলটিকে লিগ ওয়ানের শিরোপা এনে দেওয়ার আগে গত বছর কোপা ডি ফ্রান্স জিতেছিলেন। দশমবার দলটিকে ফরাসি লিগের শিরোপা এনে দেওয়ার পরও ৫০ বছর বয়সী এই কোচের ভবিষ্যৎ অনিশ্চয়তা মুখে পড়ে।

পিএসজির সামনের বৈঠকে নাকি এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পরে। পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি প্যারিসে ফিরলে তখন বৈঠকে বসবেন ক্লাব কর্মকর্তারা। তখনই পোচেত্তিনোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

পোচেত্তিনোকে বরখাস্ত করা হলে কে হবেন দলটির কোচ, তা নিয়ে আলোচনা চলছে। তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। 

এদিকে এমবাপ্পের চুক্তি বাড়ানোর পর আলোচনা হচ্ছে ক্রীড়া পরিচালক লিওনার্দো ক্লাব ছেড়ে যেত পারেন।

ট্রান্সফার উইন্ডো বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো বলেছেন, ‘পিএসজি থেকে লিওনার্দোর চলে যাওয়ার বিষয়টি দ্রুত ঘোষণা হবে।  ক্যাম্পোস পিএসজিতে যোগ দিতে প্রস্তুত। এছাড়াও কোচ ম্যানেজার মাউরিসিও পোচেত্তিনোকে বরখাস্ত করা হবে কয়েকদিনের মধ্যে।’