বর্ণবাদবিরোধী আন্দোলন উপেক্ষিত, হতাশ হোল্ডার
গত জুনে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তখন সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল। খেলোয়াড়, গায়ক থেকে সর্বস্তরের মানুষ যোগ দেন এই প্রতিবাদে। বাদ যাননি ক্রিকেটাররাও।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, করোনা পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজ দিয়ে ২২ গজে ক্রিকেট ফিরে আসে। সেখানে দুই দলের ক্রিকেটাররা মাঠে হাঁটু গেড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ প্রতিবাদ আন্দোলন করেন। এরপর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে উপেক্ষিত থাকে এই আন্দোলন। আইপিএলেরও উপেক্ষিত এই আন্দোলন। যা নিয়ে অত্যন্ত ব্যথিত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলছেন।
এই আন্দোলন নিয়ে হোল্ডার বলেন, ‘পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের সাদা বলের সিরিজে যেভাবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স' আন্দোলন উপেক্ষিত হলো, তা অত্যন্ত দুঃখজনক। সবার বুঝা উচিত আমরা কোথা থেকে আসছি। আমাদের ওপর কেমন অত্যাচার হচ্ছে, বা হয়ে আসছে। সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে বৈষম্য চলছে। আমাদের একে অপরের পাশে থাকতে হবে। কঠিন সময়ে পাশে দাঁড়াতে হবে। তবে আইপিএলে এই আন্দোলন উপেক্ষিত হওয়ায় আমি ব্যথিত।'