বল টেম্পারিং করে যে শাস্তি পেলেন বোপারা
সিলেট সানরাইজার্সের নেতৃত্ব পাওয়ার প্রথম দিনই বিতর্কের জন্ম দেন রবি বোপারা। খুলনা টাইগার্সের বিরুদ্ধে বল টেম্পারিং করে আম্পায়ারদের কাছে ধরা পড়েন এই ইংলিশ তারকা। তাই বড় শাস্তির মুখে পড়তে পারতেন তিনি। তবে আপিল করে বড় শাস্তি থেকে বেঁচে গেলেন। তাঁকে শুধু জরিমানা করেছে বিপিএলের টেকনিক্যাল কমিটি।
আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, শুনানির পর বোপারাকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। টুর্নামেন্টে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বোপারা।
অবশ্য আচরণবিধি ভাঙার জন্য তিন ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারতেন বোপারা। আপিল করে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা পান তনি।
গত সোমবার খুলনার বিপক্ষে ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটে। টিভি পর্দায় দেখা যায়, নখ দিয়ে বল আড়াল করে খুঁটছেন সিলেটের অধিনায়ক। ব্যাপারটি আম্পায়ারদের চোখে পড়ে। এরপর ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন তারা। আম্পায়ারদের চোখে ধরা পড়ে, বলের আকৃতি পরিবর্তন হওয়া। তাৎক্ষনিকভাবে ওই বল বদলে নতুন বল আনান তাঁরা। এর জন্য পাঁচ রান পেনাল্টি দিতে হয় সিলেটকে। ওই পাঁচ রান যোগ হয় খুলনার স্কোরবোর্ডে।
বিপিএলে এই প্রথম এমন টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা ঘটেছে। যদিও সেদিন মাঠে বোপারা অবশ্য আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। দুই হাত তুলে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় এই ইংলিশ তারকাকে।